বগুড়ায় আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/20/bagura-sadar-thana-pic.jpg)
বগুড়ায় আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত আনুমানিক ৯টায় শহরের সাতমাথা টেম্পোল রোডের আমজাদিয়া আবাসিক হোটেলের চারতলার ৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত বৃদ্ধর নাম মুশফিকুর রহমান(৬০)। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দুকশবা গ্রামে।
আমজাদিয়া হোটেলের ম্যানেজার বুলবুল আহম্মেদ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুশিফিকুর চিকিৎসার জন্য বগুড়া শহরে এসেছেন বলে হোটেলে উঠেন। এরপর রাতে খাওয়া শেষে রুমে ঢুকে আর বের হননি। আজ দুপুর থেকে তার কক্ষের দরজায় ধাক্কা দিয়েও কোনো সারা পাওয়া যায়নি। পরে দরজাটি ভেতর থেকে বন্ধ থাকায় সদর পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পরে সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তাজমিলুর রহমান এসে হোটেল কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান৷
সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তাজমিলুর রহমান জানান, মৃত মুশফিকুর রহমানের পরিবারের সদস্যদের বগুড়ায় আসাতে বলা হয়েছে। তিনি বলেন, যেহেতু আমরা দরজা ভেঙে লাশটি উদ্ধার করেছি, এজন্য প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। তবে এর সঠিক কারণ পরিবারের সঙ্গে কথা বলে জানা যাবে।