শিশু সাফওয়ানকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

পাঁচ বছরের শিশু সাফওয়ানকে গুমের পর হত্যার বিচার দাবিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)।
মানববন্ধনে বক্তারা জানান, বরিশালের গৌরনদী থানার অন্তর্গত হোসনাবাদ গ্রামের ইমরান সিকদারের ছেলে সাফওয়ান। তাকে গত ১৫ জানুয়ারি দুপুরে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে রুমান নামে এক সন্ত্রাসী। পরের দিন ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির মান্নার ঘরের সামনে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়। ১৭ জানুয়ারি গৌরনদী থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় (মামলা নং-২২, তারিখ : ১৭/০১/২০২৫)। পুলিশ হত্যাকারীদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে; যাদের মধ্যে রুমান, মোজাম্মেল হক, অর্থী ও রাবিনা। এখন পর্যন্ত পুলিশ তাদের কাছ থেকে কোন স্বীকারোক্তি নিতে পারেনি এবং পলাতক লোকমান ও শাহাদাতকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে সাফওয়ানের পরিবারকে সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় সাফওয়ানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।
নিহতের পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানায়।