বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্ত্বা : পর্যটন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ অভিন্ন সত্ত্বা বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘বিশ্বের মানুষ বাংলাদেশকে চেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্ত্বা। তাই বাংলাদেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এদেশের কান্ট্রি ব্র্যান্ড নেইম মুজিব’স বাংলাদেশ করা হয়েছে।’
আজ রোববার (২৬ মার্চ) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
মো. মাহবুব আলী বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার আন্দোলনের প্রতিটি পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বাঙালি জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। তিনি শুধু নেতৃত্বই দেননি, একইসঙ্গে জাতিকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্যও প্রস্তুত করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন দেশ, আর তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বনির্ভর বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা এখন বাস্তবায়ন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।’