বনানী থানার ওসির বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলা খারিজ
রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন বিএনপিনেতা তাবিথ আউয়াল। পরে বিকেলে বিচারক সে মামলা খারিজের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের সদস্যদের আসামি করা হয়। তাঁরা হলেন—ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।