সীরাতুন্নবী (স.) উপলক্ষে রাজধানীর কালাচাঁদপুরে আলোচনা
সীরাতুন্নবী (স.) উপলক্ষে রাজধানীর কালাচাঁদপুর স্কুল মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর যুবদল উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আছরে আলোচনার আয়োজন করা হয়।
এসময় তাবিথ আউয়াল বলেন, মহান ও পবিত্র দিনে আমরা একত্রিত হয়েছি। আজকের এই দিনে আমাদের মহানবী (স.) জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করি। গত ১৫ বছরের আমাদের শহীদের স্মরণ করি। আজকে এই দিনটি পালন করার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। ইসলাম আমাদের সহমর্মিতা শিখিয়েছে। আজকে দিনের স্মরণ রাখতে পারি বাংলাদেশ কখনও পথ হারাবে না।
এসময় খালেদা জিয়ার জন্য দোয়া চান তাবিথ আউয়াল।
আলোচনা সভায় অংশ নেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লীসহ নানা শ্রেণী ও পেশার মানুষ। রাসূল (স.) এর জীবনী নিয়ে আলোচনা করেন ঢাকার লালবাগের মাহাদুল কেরাত বাংলাদেশের শিক্ষক মুফতি আবুল হাজ্জাজ জোবায়ের।
সঞ্চালনা করেন পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফয়েজ উল্লাহ ফয়েজী ও বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন।