বর্তমান সরকার শিক্ষাবান্ধব : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাবান্ধব : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমানে শ্রমিক, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। সব শ্রেণি-পেশার মানুষের সন্তানরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িপ করলে দেখা যাবে বেশিরভাগ শিক্ষার্থীই গ্রাম থেকে এসেছেন।’

দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ ও নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সর্বস্তরে সমানভাবে এই সরকারের আমলে উন্নয়ন সাধিত হয়েছে। কখনও দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা উন্নয়ন করিনি। যারা বর্তমান সরকারের সমালোচনা করেন, তাদেরও দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছি। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গি।’

আজ বিরল উপজেলার ১৪৬টি সরকারি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয় এবং নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

Author: 
ফারুক হোসেন, দিনাজপুর
News type: 
Web
Publish date: 
Friday, March 24, 2023 - 17:15
URL category: 
বাংলাদেশ
News category: 
বাংলাদেশ
শীর্ষ সংবাদ
সরকার
District news: 
দিনাজপুর
Breadcrumb category: 
সরকার