বান্দরবানে পপি বাগান ধ্বংস করল র্যাব
বান্দরবানের রুমা উপজেলায় চারটি পপি বাগান ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকালে এসব নিষিদ্ধ পপিবাগান ধ্বংস করা হয়।
র্যাব ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের পর্বতশৃঙ্গ ক্যাওক্রাডং পাহাড়ের দুই কিলোমটার দূরে নিষিদ্ধ পপি বাগানের সন্ধান পায় র্যাব-৭। খবর পেয়ে চট্টগ্রাম র্যাব-৭- এর অধিনায়কের নেতৃত্বে র্যাবের একটি দল ক্যাওক্রাডং পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতে অভিযান চালায়। অভিযানে পাহাড়ি ছড়া-ঝিরির পাশে গড়ে তোলা চারটি নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করা হয়। বাগানে উৎপাদিত পপি গাছ এবং পপি ফুলগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীরা সাধারণ পাহাড়িদের ব্যবহার করে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিষিদ্ধ পপি চাষ করে যাচ্ছে বলে জানান র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক মশিউর রহমান জুয়েল বলেন, ‘মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জনপদের পাহাড়ে নিষিদ্ধ পপি চাষ ধ্বংসে অভিযান চালানো হয়। অভিযানে ক্যাওক্রাডং পাহাড়ের কয়েক কিলোমিটার দূরে ছড়ার পাশে খোঁজ পাওয়া চারটি পপি বাগান ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীরা এই পপি বাগানগুলো করেছে।’