বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত ২
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাবপাড়া এলাকায় আজ সকালে বন্যহাতির একটি দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতির দলটি বাড়িঘর এবং ক্ষেতখামারে নষ্ট করে। ভয়ে পালানোর সময় হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন খদিজা বিবি (৭৫) এবং আমির আলী (৭০)।
এ সময় আহত অবস্থায় মোজাম্মেল বয়াতি নামে আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লামার আজিজনগর এলাকায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’