বান্দরবানে সাবেক পৌর কাউন্সিলরের ছেলের মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজের তিন দিন পর সাবেক পৌর কাউন্সিলরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মংলুমাং মারমা (৪২)। আজ শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ত্রিশটিলা পাহাড়ের ঝিরি থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মংলুমাং মারমা বান্দরবান পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাস বলেন, ‘মংলুমাং মারমা গত বুধবার থেকে নিখোঁজ ছিল। বাগান দেখানোর কথা বলে পাহাড়ি একজন যুবক তাকে বাড়ি ডেকে নিয়ে গিয়েছিলেন বলে শুনেছি। স্থানীয়রা পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়েছিলেন। কিন্তু তারা ভয়ে কদিন কাউকে বলেনি। খোঁজাখুঁজির খবর পেয়ে পরে তারা পুলিশকে জানালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ছেলেটি আমার ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার ছেলে।’
নিহতের বাবা সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমা বলেন, ‘আমার ছেলেকে কারা কেন হত্যা করেছে জানি না। তার সঙ্গে কারোর কোনো শত্রুতাও ছিল না। পুত্রবধূ লামা উপজেলায় স্বাস্থ্যবিভাগে চাকরি করে। মাসের অধিকাংশ সময় সে তাঁর স্ত্রীর কাছে লামায় থাকত।’
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।’