বান্দরবান বোমাং সার্কেলের রানিমাতা মাশৈনু আর নেই
বান্দরবানের প্রয়াত ১৪তম বোমাং সার্কেল প্রধান রাজা মংশৈপ্রু চৌধুরীর স্ত্রী ছোট রানিমাতা মাশৈনু আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ থাকার পর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান সদরের পুরাতন রাজবাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
রাজপরিবার সূত্রে জানা যায়, রানিমাতা মাশৈনু এর প্রথম ছেলে নুমংপ্রু চৌধুরী বান্দরবানের বোমাং সার্কেলের ৩৪৮ নম্বর হ্লাপাই ক্ষ্যং মৌজার হেডম্যান (মৌজা প্রধান) আর দ্বিতীয় ছেলে নুশৈপ্রু চৌধুরী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।
রাজপরিবার সূত্রে আরও জানা যায়, পরিবারের সবার সিদ্ধান্তক্রমে পরর্বতীতে সময় নির্ধারণ করে রানিমাতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে লকডাউন ও করোনাকালীন দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ থাকার রাজবাড়িতে রানি মাতার মৃত্যুতে রাজপরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, রানিমাতা মাশৈনু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিরা।