বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনা বাড়াতে বাইক শোভাযাত্রা
কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের বিজয় স্তম্ভ থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ৪০টি মোটরসাইকেল ও ২০টি বাইসাইকেল অংশ নেয়।
কুড়িগ্রাম বাইকারস ক্লাবের আয়োজনে জনসচেতনতামূলক এ কার্যক্রমে সহোযোগিতায় করেন ইউথ কমিউনিটি অ্যালাইনস নেটওয়ার্ক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাইকারস ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট আহসান হাবিব নিলু ও বাইকারস ক্লাবের প্রতিষ্ঠাতা হোসেন মারুফ প্রমুখ।
বাইকার ক্লাবের প্রতিষ্ঠাতা হোসেন মারুফ জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকারকে সহযোগিতা করাই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। পাশাপাশি এই বাইকার ক্লাবের যারা সদস্য রয়েছে, তারা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘বাইকারস ক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে আমাকে জানিয়েছে। তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই।’
কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ‘এটি ভালো উদ্যোগ। বাল্যবিয়ে প্রতিরোধের এ কার্যক্রম বাইকারস ক্লাবকে সার্বিক সহযোগিতা করা হবে।’