‘বিআরটিসির দুর্নীতি দমন করতে কঠিন জায়গায় হাত দিয়েছি’
বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বিআরটিসির দুর্নীতি দমন করতে আমি অনেক বড় ও কঠিন জায়গায় হাত দিয়েছি। আমি ধরে নিয়েছি এই দুর্নীতি রুখতে গিয়ে আমি হয়তো কাল নাও থাকতে পারি। কিন্তু আমি কোনো কারণে পিছপা হব না।’
আজ শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের বরিশাল ডিপো কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে চেয়ারম্যান এসব কথা বলেন।
বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘বরিশাল ডিপোর কিছু অনিয়ম আমাদের কাছে অভিযোগ আকারে এসেছে। সচিব মহোদয় গত সপ্তাহে বরিশাল এসেছিলেন। তিনি আমাকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি দ্রুত এসেছি।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘আমরা অনিয়মের অনুসন্ধান চালাচ্ছি। সবকিছু কাটিয়ে দ্রুত বরিশাল বিআরটিসিকে একটি নতুন রূপ দেব আমরা। আশা করছি, বরিশাল বিআরটিসি আর পিছিয়ে পড়বে না। এ ছাড়া ইতোমধ্যে বরিশালে যেসব অনিয়ম হয়েছে তার জন্য যারা দায়ী, তারা ছাড় পাবে না। বিআরটিসিকে আমি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেখেতে চাই। যেখানে খরচের চেয়ে আয় বেশি হবে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিসির মহাব্যবস্থাপক (হিসাব) মো. আমজাদ হোসেন, বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ ডিপোর কর্মকর্তাবৃন্দ।