বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
প্রতি বছরের মতো চলতি বছরও বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমিতে ক্যাম্পিং ২০২২-২৩ অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান শাখার ৬০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। ক্যাম্পিংয়ে বিএনসিসি ক্যাডেটদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়াবলির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
সেন্ট্রাল ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জীবিত করতে আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির সম্মানে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের আয়োজন করা হয়। ওই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি।
এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।