বিচারপতির গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে ডেটিং, গ্রেপ্তার সেই প্রেমিক যুগলের জামিন
‘প্রেম মানে না কোনো বাধা-আইন!’ হীরা বাবু সিংহ আর সাবাতানি ববির কর্মকাণ্ড যেন বলছে এটাই। অনেকটাই সিনেমার মতো। দুজনের ছিল গভীর প্রেম। হীরা হাইকোর্ট বিভাগের এক বিচারপতির গাড়িচালক। সে সুবাদে বিচারপতির পতাকা ওড়ানো গাড়ি নিয়ে বের হয়েছেন তিনি। প্রেমিকা সাবাতানিকে সঙ্গে নিয়ে ঘুরেছেন এখানে-সেখানে।
এতেই শেষ নয়, পতাকাবাহী গাড়িসহ যুগল–ছবি তুলে ফেসবুকে পোস্টও করেন। পরে বিষয়টি হাইকোর্টের নজরে আসে।
এমন অপরাধে দুজনকে সাজা দেন হাইকোর্ট। এর মধ্যে হীরা বাবু সিংহকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়, আর তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া নারী সাবাতানি ববিকে দেওয়া হয় ছয় মাসের কারাদণ্ড। ববিই পোস্ট করেছিলেন ছবিটি।
২৮ মার্চ বিকেলেই ওই দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম তাদের জামিন মঞ্জুর করেন।
সুপ্রিম কোর্টের কর্মচারীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘ওই চালক অনেক দিন ধরেই কারও গাড়ি চালাচ্ছেন না। তাঁর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। আইন অনুযায়ী, কোনো বিচারপতি গাড়িতে থাকলেই কেবল পতাকা ওড়ানো যাবে।’