বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ না পেয়ে সরকার পাগল হয়ে গেছে : ড. মোশাররফ
দেশের সব পর্যায়ে এখন দুর্নীতি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘উচ্চ থেকে নিম্ন পর্যায়, সবক্ষেত্রে এখন দুর্নীতি। দেশের অর্থপাচার করে সব শূন্য করে দিয়েছে। দেশের মানুষ আজ দুবেলা পেট পুরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরিব হয়ে যাচ্ছে। সরকার নিজেদের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে।’ তিনি আরও বলেন, ‘বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোনো লাভ পায়নি, তাই সরকার পাগল হয়ে গেছে।’
আজ বুধবার (১৭ মে) রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোশররফ এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই পদযাত্রার আয়োজন করে। সমাবেশ শেষে বেলা ৩টার দিকে পদযাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি উত্তর বাড্ডার সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু করে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে এসে শেষ হয়।
ড. মোশাররফ বলেন, ‘এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে একটি উপনির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বুঝা যায়, কেউ এ সরকারে অধীনে ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আর কোনো ভোট হতে দেওয়া যাবে না। জনগণ তা হতে দেবে না।’
বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহারের বিষয় টেনে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন, ‘গত ৫১ বছরে দেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সরকার বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ পায়নি, তাই সরকার পাগল হয়ে গেছে। আপনারা সজাগ থাকুন। কোনো ষড়যন্ত্র বা ফাঁদে পা দেবেন না। সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এই সরকারকে হটাতে হবে জানিয়ে মোশাররফ বলেন, ‘কোনো স্বৈরাচার এমনি এমনি যায় না। তাকে হটাতে হয়। তাই এ সরকারকে হটাতে গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নাই। এ জন্য আপনারা প্রস্তুতি নেন।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল প্রমুখ।