বিস্ফোরক দ্রব্য আইন : জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর বিচার শুরু
রাজধানীর আশুলিয়া থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ রোববার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানার আদালত এ আদেশ দেন। বিচারক আগামী ২৭ নভেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। অপরদিকে এ মামলায় ২৫ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১১ আসামি হলেন আব্দুল বারেক মৃধা, রশিদ সরকার ওরফে মোতালেব মওলানা, খালেক মেম্বার, হাফেজ মো. ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ, হাবিবুর রহমান-২, আবুল হোসেন মুন্সী, আব্দুল লতিফ তরফদার ও আব্দুল রহমান।
নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১১ অক্টোবর মাগরিবের নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরারা ১২ অক্টোবর হরতালের সমর্থনে আশুলিয়া আব্বাসিয়া মসজিদের পাশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান নয়ন মামলাটি দায়ের করেন। মামলা তদন্ত করে ২০১৮ সালের ২৩ নভেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলাম।