বিয়েবাড়ি থেকে ছাত্রদলনেতাকে আটকের চেষ্টা পুলিশের
নেত্রকোনার কলমাকান্দায় বিয়েবাড়িতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আটকের চেষ্টা চালায় পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের ছত্রংপুর গ্রামে।
এ সময় পুলিশের সঙ্গে বাড়ির নারীদের ধ্বস্তাধ্বস্তি হয় এবং এক নারী আহত হন।
জানা গেছে, জেলার কলমাকান্দার ছত্রংপুর গ্রামে গতকাল রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটনের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। রাত ১০টার দিকে একদল পুলিশ বিয়ে বাড়িতে যায় এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভকে পুলিশ আটক করে গাড়িতে উঠানোর চেষ্টা চালায়। এ সময় বিয়েবাড়িতে উপস্থিত লোকজন সৌরভকে আটকের বিষয় জানতে চাইলে পুলিশ কিছু বলতে পারে না। পরে ঘটনাস্থলে মহিলাদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। এ সময় আটকের বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করতে চাইলে পুলিশ বাধা দেয়।
কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন বলেন, ‘আমার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশ সৌরভকে ধরে নিতে চায়। এ সময় বাড়ির মহিলাদের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার ও গালাগাল পর্যন্ত করে।
এ বিসয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘বিয়েবাড়ি থেকে পুলিশ কাউকে আটক করতে যায়নি। টহল পুলিশ বিয়েবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বিয়েবাড়ির লোকজন মনে করে যে, পুলিশ হয়তো কাউকে আটক করতে গেছে।’