বেনাপোলে ভারতীয় বিভিন্ন পণ্যসহ একজন আটক
বেনাপোল-যশোর সড়কের নাভারণ এলাকা থেকে একটি কাভার্ডভ্যান বোঝাই আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি, কসমেটিকস, তৈরি পোশাক ও কারেন্টজালসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম ইসরাফিল ইসলাম (২২)। তিনি বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের বাসিন্দা।
৪৯ বিজিবির কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপনে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নাভারণ এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান জব্দ করে। পরে তল্লাশি করে ৬০ পিস উন্নতমানের শাড়ি, ৯০০ পিস শেরওয়ানি, ২৫০ কৌটা জর্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার পাতা বিভিন্ন ধরনের ওষুধ, এক হাজার ১৪৬ বোতল হোমিওপ্যাথি ওষুধ ও বিভিন্ন ব্যান্ডের কসমেটিকস জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মূল্য সাড়ে ৬১ লাখ টাকা বলে বিজিবি জানায়।
বিজিবি এ সময় কাভার্ডভ্যানের চালক, হেলপার ও মালের ম্যানেজারকে আটক করে। চালক ও হেলপার মালের মালিক না হওয়ায় ম্যানেজারকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়। মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।