বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, বখাটেদের হামলায় আহত ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলা রাহাত কবির আলম মিয়া (২৩) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রাহাত কবির আলমের বাড়ি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামে।
এদিকে নিহতের খবরে আজ দুপুরে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।
ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী জানান, গত বৃহস্পতিবার দুপুরে মা-বাবা, বোন ও ভাই আলমের সঙ্গে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে লক্ষ্মীপুর গ্রামে এলে বখাটে রকি ও শাওন তাকে অশ্লীল ভাষায় ইভটিজিং করে। সেটি দেখে তার ভাই আলম প্রতিবাদে এগিয়ে এলে বখাটেদের হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা বাঁশ দিয়ে আলমের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে সেখান থেকে উদ্ধার আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান।
নিহতের ভগ্নিপতি সুজন মিয়া জানান, আজ সকালে তিনি বাদী হয়ে রকি ও শাওন নামের দুই বখাটেকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা করেছেন। তিনি আলম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।