চুরি হওয়া মোবাইল ফোন ফেরত চাইতে গিয়ে হামলায় নিহত
চুরি হওয়া মোবাইল ফোন ফেরত চাইতে অভিযুক্তের বাড়ি গেলে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজনের হামলায় আবুল কাশেম শিকদার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মাদারীপুরের শিবচরে আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আবুল কাশেম শিকদার উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলার ভোরের বাজার এলাকার জয়নাল শিকদারের ছেলে।
পুলিশ ও নিহত কাশেমের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আবুল কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘরের লোকজন তাঁকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর এলাকা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যান। দীর্ঘ প্রায় তিন মাস পর গতকাল রোববার বাড়িতে আসেন। এ খবর পেয়ে আজ দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি হওয়া মোবাইল ফোন চাইতে রাসেল মাদবরের বাড়িতে যান। এ সময় রাসেলের সঙ্গে কাশেম শিকদার ও তাঁর ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল মাদবর ও তাঁর পরিবারের সদস্যরা মিলে লাঠিসোটা, দা, বটি নিয়ে কাশেম শিকদার ও তাঁর ছেলে মামুন শিকদারের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ওসি বলেন, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় মোবাইল ফোনটি চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।