গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২

নতুন করে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় কয়েক ডজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শনিবার ভোর পর্যন্ত গাজার উত্তরাঞ্চলীয় নগর কেন্দ্রে ইসরায়েলের আক্রমণ অব্যাহত ছিল। এতে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৬ জনই ছিলেন ত্রাণপ্রার্থী।
গাজার হাসপাতাল সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৪১ জন গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকার বাসিন্দা।
হামাদ হাসপাতাল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১০ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জন ত্রাণপ্রার্থীর আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজাজুড়ে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন নিহত ও এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।