ব্রাহ্মণবাড়িয়ায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদীর খনন করা মাটি অবৈধভাবে লোপাটের দায়ে ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন এ অভিযান পরিচালনা করেন।
মেহেদী হাসান খান শাওন জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সোনাই নদীর মাটি খনন করে নদীর পাড়ে রেখেছিল। আজ দুপুরে খবর পাওয়া যায় রোলেক্স ব্রিকস নামের একটি ইটভাটার মালিক মো. ফারুক মিয়া তিন-চারটি ট্রাক্টরে করে দুটি এস্কেভেটর মেশিন দিয়ে মাটিগুলো কেটে লোপাট করে নিয়ে যাচ্ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে ইটভাটার মালিক মো. ফারুক মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ লোকজন উপস্থিত ছিলেন। অভিযানের সময় চালক ট্রাক্টরগুলো নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর মেশিন জব্দ করে থানায় নিতে পুলিশকে বলা হয়েছে।