ভৈরবে ফিটকিরি ও চুন দিয়ে তৈরি হচ্ছে গুড়!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/09/bhairab.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল গুড় তৈরি ও মসলা কারখানাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কারখানা দুটি থেকে জব্দ করা কয়েক লাখ টাকার ভেজাল গুড় ও মসলা। কারখানা দুটি সিলগালার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এর আগে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালায় কারখানা দুটিতে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজারের রানীর বাজার এলাকায়
এ অভিযান চালানো হয়।
এর আগে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালায় কারখানা দুটিতে।
র্যাব জানায়, আজ দুপুরে ভৈরব বাজারের রানীর বাজার এলাকার রাজলক্ষ্মী ভাণ্ডার ও হলুদপট্টির রবিন মসলা কারখানায় এ অভিযান চালায় র্যাব। এ সময় ভৈরব বাজারে ভেজাল গুড় তৈরি ও মসলা উৎপাদনের দায়ে রাজলক্ষ্মী ভাণ্ডারের মালিক শিমুল পোদ্দার ও রবিন মসলা কারখানার কর্মচারী শাহাজাহানকে আটক করে।
অভিযানে রাজলক্ষ্মী গুড় ভাণ্ডারে চিনি, ডালডা, হাইড্রোজ, ফিটকিরি, চুনের সঙ্গে পানি মিশিয়ে তৈরি করা মানবদেহের জন্য ক্ষতিকর ১০৫টি পাটা সমপরিমাণ প্রায় ৪০ মণ ভেজাল গুড় জব্দ করে। আটক করা হয় কারখানা মালিক শিমুল পোদ্দারকে।
একই সময় চাল ও কাঠের গুড়ার সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে হলুদ, মরিচের ভেজাল মসলা উৎপাদনের দায়ে রবিন মিয়ার মসলা কারখানার শ্রমিক শাহজাহান মিয়াকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ছয় মণ ভেজাল মসলা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘ভেজাল গুড় উৎপাদনের দায়ে কারখানার মালিক শিমুল পোদ্দারকে ৮০ হাজার এবং ভেজাল মসলা উৎপাদনের দায়ে মিল মালিক রবিন মিয়াকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও কারখানা দুটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত ভেজাল মালামাল নদীতে ফেলে নষ্ট করা হয়েছে।’