মমেক হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বর্হিবিভাগে অভিযানে আটক হওয়া ১৩ দালাল। ছবি : এনটিভি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বর্হিবিভাগে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন টেলিফোনে এ খবর নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন এনায়েত কবীর (৪২), মনোয়ার হোসেন (৪২), ফিরোজ মিয়া (৫০), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), টুটুল আহাম্মেদ শরীফ (৩৭), মো. সোহেল মিয়া (৩১), আলমগীর হোসেন (৪২), আসাদুল ইসলাম মিশু (২৭), নজরুল ইসলাম (৪৩), আলা উদ্দিন (৫৫) ও মাসুদুল করিম (৩৮)।
আটককৃতরা শহরের বিভিন্ন স্থানের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ওই দালালরা হাসপাতালে আগত রোগীদের ফুসলিয়ে এবং বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।