মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের খাদ্যসামগ্রী বিতরণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন ২০০ দুস্থকে খাদ্যসামগ্রী বিতরণ করে।
আজ রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরসহ সীমান্ত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবির ১৯টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এক হাজার কেজি চাল, ২০০ কেজি ডাল, ২০০ কেজি তেল, ১০০ কেজি লবণ, ২০০ কেজি আটা এবং ২০০টি সাবান বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ সময় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান এলাকার দুস্থদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর তারেক মো. তসলিম, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং বিজিবির সদস্যরা।
এ ছাড়া ভারতের ৭৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিপক্ষ তিনটি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮টি বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি প্রদান করেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।