মাগুরায় শিশুকে হত্যায় গ্রেপ্তার বাবা-ছেলে
পূর্ব বিরোধের জেরে মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে মাহিদ হোসেন (৭) নামের এক শিশুকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও তাঁর ছেলের বিরুদ্ধে। নিখোঁজের চার দিন পর বারাশিয়া এলাকার নবগঙ্গা নদী থেকে মাহিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত মাহিদের চাচা আসলাম মোল্যা ও তাঁর ছেলেকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মাহিদ বারাশিয়া গ্রামের মুজিবুর রহমান মোল্যার ছেলে। সে বারাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর বাবা মুজিবুর রহমান জানান, তিন বছর আগে পারিবারিক একটি বিষয় নিয়ে চাচাতো ভাই আসলাম মোল্যার সঙ্গে বিরোধ হয় মুজিবর রহমানের। এই বিরোধের প্রতিশোধ নিতে আসলাম মোল্যা ও তাঁর ছেলে পূর্ব পরিকল্পিতভাবে গত বুধবার সকালে মাহিদকে নবগঙ্গা নদীতে নিয়ে যান। সেখানে একটি তালের ডোঙ্গার (ছোট নৌকা) সঙ্গে হাত বেঁধে মাহিদকে ডুবিয়ে দেন।
এদিকে, মাহিদকে না পেয়ে ওই দিন রাতে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন মুজিবুর রহমান। পরের দিন মাহিদের নানা দুলাল হোসেনের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোনের সূত্র ধরে শিশুটির চাচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই কিশোর হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেয়। যার সূত্র ধরে পুলিশ নবগঙ্গা নদীতে ডুবুরিদের মাধ্যমে তল্লাশি শেষে আজ রোববার দুপুর ২টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসলাম মোল্যা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মাহিদের বাবা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।