মানিকগঞ্জে জাতীয় পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বাছাই শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/19/manikgoanj.jpg)
মানিকগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা। ছবি : এনটিভি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে মানিকগঞ্জে শুরু হয়েছে বাছাই। প্রায় দেড়শ শিশুর অংশগ্রহণে আজ শুক্রবার (১৯ মে) সকালে এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু একাডেমির সার্বিক সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৪৭ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।