পদ্মার শাখা নদী থেকে ধরা পড়া কুমির হস্তান্তর
মানিকগঞ্জের পদ্মার শাখা নদী খেকে ধরা পড়া কুমিরটি বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয়রা কুমিরটি আটক করে।
আরও পড়ুন : ৪ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে বেশ কিছুদিন ধরে কুমিরটিকে দেখা যাচ্ছিল। স্থানীয় কয়েকজন যুবক শুক্রবার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটিকে আটক করেন। আজ দুপুরে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন : আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দপ্তরের কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, উদ্ধার হওয়া কুমিরটি পরবর্তী সুরক্ষার জন্য গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)