পদ্মায় ধরা ২ বাঘাইড় বিক্রি ৩৮ হাজারে
মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদীতে বিপন্ন প্রজাতির দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছ দুটির ওজন ৩১ কেজি। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মাছ দুটি ৩৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে শিবালয় উপজেলার মালুচি এলাকার পদ্মা নদীতে ধরা পড়া ৩১ কেজি ওজনের বাঘাইড় দুটি আজ মঙ্গলবার সকালে ঝিটকা বাজারে নিয়ে আসেন পঞ্চ নন্দ হালদার ও তার ছেলে তাপস হালদার। বাঘাইড় দুটির মধ্যে একটির ওজন ছিল ১৯ কেজি, যা চারজন ভাগে কিনে নেন। অন্য মাছটির ওজন ছিল সাড়ে ১২ কেজি, যা ঝিটকা বাজার হাসি মার্কেটের মালিক আব্দুল আলিম কিনে নেন।
আরও পড়ুন : 'খতিব মোহেববুল্লাহ অপহণ নয়, স্বেচ্ছায় গিয়েছিলেন পঞ্চগড়'
মাছ ব্যবসায়ী পঞ্চ নন্দ হালদারের ছেলে তাপস হালদার বলেন, ‘আমি আর আমার বাবা শিবালয় উপজেলার মালুচির পাশের পদ্মা থেকে মাছ দুটি কিনে ঝিটকা বাজারে এনে বিক্রি করেছি।’
আরও পড়ুন : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হাসান মাসুদ
এদিকে, এই মাছ ধরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য আমার কাছে নেই। তবে বাঘাইড় মাছকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। এটি বিপন্ন প্রজাতির হওয়ায় এটি ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।’

মাহিদুল মাহি, মানিকগঞ্জ (সদর-সিংগাইর-হরিরামপুর)