পদ্মা নদীতে কুমির আতঙ্কে তীরবর্তী বাসিন্দারা
রাজবাড়ীর উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে একটি কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে নদীর পানিতে কুমিরটি ভেসে উঠতে দেখা গেলে স্থানীয়রা চরম ভীতিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে কুমিরটি ভেসে থাকতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা একে অপরকে সতর্ক করতে শুরু করে। এরপর থেকেই অনেকেই নদীতে গোসল, মাছ ধরা ও নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। বিশেষ করে নদীপাড়ের জেলে ও এলাকাবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ বেড়েছে।
এলাকাবাসী জানিয়েছে, কুমিরের উপস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। তারা নদীর আশপাশে সতর্কতা জারি ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা হারুন বলেন, ‘প্রথমে শুনেছিলাম উড়াকান্দা এলাকায় কুমির দেখা গেছে। পরে আমি নিজেই গোদারবাজার এলাকায় দেখেছি। এখন আমরা ভয় পেয়ে নদীতে গোসলও করছি না। গোদারবাজার একটি পর্যটন এলাকা—এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে। যদি কুমির থাকে, তাহলে মানুষ আসা কমিয়ে দেবে।’
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। কুমিরটি প্রথমে উড়াকান্দা এলাকায় দেখা গেছে, বর্তমানে কোথায় আছে তা নিশ্চিত নই। তবে নদীতীরবর্তী মানুষকে সতর্ক করতে বনবিভাগ ও তথ্য অফিসের সঙ্গে আলোচনা করে মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের ধারণা, কুমিরটি হয়তো নদীর নিম্নপ্রবাহ বা অন্য কোনো জলাশয় থেকে ভেসে এসেছে। প্রশাসন সতর্কতা জারি করলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা করছে নদীপাড়ের মানুষ।

মো. কবির হোসেন, রাজবাড়ী