মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ৩৩০০ কেজি জাটকা জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/munsigong-pik-1.jpg)
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে জব্দ হওয়া জাটকা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌপুলিশ। গতকাল রোববার রাতে ধলেশ্বরী নদীতে কর্ণফুলী-৪ লঞ্চ থেকে বিক্রয় নিষিদ্ধ এসব জাটকা জব্দ করা হয়।
মুক্তারপুর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ নামের যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/munsigong-pik-2.jpg)
জব্দ করা জাটকা মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। ছবি : এনটিভি
পরে আজ সোমবার সকাল ১০টার দিকে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়িতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়।