মেঘনা সেতুতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/21/munshiganj.jpg)
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর আজ রোববার সন্ধ্যায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর আজ রোববার সন্ধ্যায় গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম পলাশ (৩০)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার মীর শিকারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তাঁর ছোট বোনের জামাই জিয়াউল হক (৩১) আহত হয়েছেন।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে দুজন ঢাকায় যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়ার মেঘনা সেতুতে তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পেছনে বসে থাকা তরিকুল ইসলাম পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক জিয়াউল হক আহত হয়েছেন।