মেধাবী এক অভিভাবককে হারালাম : আবদুল মোমেন
খ্যাতনামা অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোকাহত তাঁর ছোট ভাই, পরররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আমি আমার ট্যালেন্টেড অভিভাবককে হারালাম।’
রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদে আজ শনিবার আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বড় ভাইকে হারানোর শোক প্রকাশ করেন পরররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
ড. মোমেন বলেন, ‘বড় ভাইয়ের (আবুল মাল আবদুল মুহিত) মতো ট্যালেন্টেড (মেধাবী) লোক আমাদের পরিবারে আর নেই। তিনি খুবই মহৎ ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি আমার ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তাঁর এ মৃত্যু আমাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখের।’
জাতীয় সংসদ ভবনের সামনে আবুল মাল আবদুল মুহিতের জানাজা আয়োজন করেও পরে স্থগিত করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বছর ধরে করোনার কারণে সংসদ ভবনের সামনে কারও জানাজা আয়োজন করা যায়নি। গতকাল আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। কিন্তু, এ ধরনের কোনো আয়োজন হতে দেখেননি কেউ। এ কারণেই জাতীয় সংসদ ভবনের সামনে বড় ভাইয়ের জানাজা স্থগিত করা হয়েছে।’
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।