মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির লোগো।
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১ মে) রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি।
আজ রবিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুরে গণমিছিল করবে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি।
গণমিছিলের আগে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় পার্টির নেতারা বক্তব্য দেবেন।