মোখার প্রভাবে সাতক্ষীরায় বেড়িবাঁধে ফাটল
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জোয়ারের পানিতে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলাবাড়ি এলাকায় চুনা নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। আজ রোববার (১৪ মে) সকালে সাতক্ষীরায় নদীর পানি বৃদ্ধির পর বেড়িবাঁধের কলাবাড়ি ব্রিজ সংলগ্ন প্রায় ১০০ ফুট জায়গাজুড়ে এই ফাটল দেখা দেয়।
এছাড়া নদীর অপরপাশে ২০০ ফুট চর এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম তুফান বলেন, “আজ রোববার সকালে এই ফাটল দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জায়গাটি নদীগর্ভে বিলীন হতে পারে। এতে ওয়াপদার রাস্তা সংলগ্ন ২০টি দোকানসহ পুরো বাজারটি পানিতে তলিয়ে যাবে। এখন পর্যন্ত ভাঙন রোধে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।”
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জায়গাটি তারা দ্রুত পরিদর্শন করবেন।