যশোরে মাদক মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
যশোরে ফেনসিডিল চোরাচালান মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সেলিম রানা ও অ্যাডভোকেট বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন যশোরের শার্শা উপজেলার বুজতলা গ্রামের আবুল কালাম, নোয়াখালীর সেনবাগ থানার আহাম্মদপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও গোলাম মাওলা। তাদের মধ্যে শুধু আবুল কালাম কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর সকালে র্যাব-৬-এর সদস্যরা যশোর-বেনাপোল সড়কের গলফ ফিলিং স্টেশনের সামনে ফিরোজা কার্গো নামে একটি গাড়ি থেকে দুই হাজার ২৪৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় র্যাবের ডিএডি আফজাল হোসেন বাদী হয়ে চোরাচালান দমন আইনে তিনজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।