যশোরে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১
যশোরে আট বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কমল চন্দ্র কর্মকার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, অভিযুক্ত কমল চন্দ্র কর্মকার শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে বলাৎকার করেন। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বাড়িতে ফিরে তার মা-বাবাকে ঘটনাটি বলে। এরপর শিশুর বাবা যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ কমল চন্দ্র কর্মকারকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, ‘শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।’