রাজধানীতে উঁচু ভবন থেকে ফেলে দেওয়া নবজাতকের মৃত্যু
রাজধানীতে ওয়ারীর হেয়ার স্ট্রিট এলাকায় একটি মেয়ে নবজাতককে উঁচু ভবন থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। শরীরের কোথাও কোথাও থ্যাঁতলে যায়।
ফেলে দেওয়ার পর লোকজন শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে সেখানে ভর্তি করার পর আজ শনিবার সকাল ৭টার দিকে শিশুটি মারা যায়। তবে কে বা কারা তাকে ফেলে দিয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘চিকিৎসাধীন নবজাতকটি মারা যাওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
বাচ্চু মিয়া জানান, নবজাতককে উদ্ধার করে আনেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন অপূর্ব রবি দাস। অপূর্বের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘তাঁরা কয়েক বন্ধু মিলে হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মুঠোফোনে গেমস খেলছিলেন। তখন তাঁরা একটা জোর শব্দ শোনেন। এরপর দেখতে পান—একটি নবজাতক আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে আশপাশের লোকজন জড়ো হন সেখানে। তারপর তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।’
এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার বলেন, ‘হেয়ার স্ট্রিট এলাকার ১১/৩ নম্বর ভবনের পেছনে এবং ১২ নম্বর ভবনের সামনের রাস্তায় নবজাতককে পড়ে থাকতে দেখা গেছে। ওখানে কয়েকটি উঁচু ভবন রয়েছে। কোনো না কোনো ভবন থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। শিশুর শরীরও থ্যাঁতলে গেছে কোথাও কোথাও।’
ওসি কবির হোসেন হাওলাদার আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি—কোন ভবন থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। তবে, আমরা তদন্ত করছি। বিষয়টি দেখছি। দ্রুতই আসামিকে খুঁজে পাব বলে আশা করছি।’