রাজধানীতে ফুটপাতে ঘুমানোকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। পাশেই জিমনেশিয়াম মাঠ। এ মাঠের কোণায় অগ্রণী ব্যাংকের বিপরীত দিকের ফুটপাতে ঘুমাতে চেয়েছিলেন মাসুদ (৪০)। কিন্তু, তাতে বাধা দেন রাসেল (৩৫)। এ ঘটনা ঘটে শুক্রবার রাতে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা মারামারি করেন রাতেই।
রাতের মারামারির পর মাসুদ ও রাসেল দুই এলাকায় ঘুমান। কিন্তু, ঘটনার রেশ শেষ হয়নি। সকাল দেখা হলে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সকাল ৯টার আগে রাসেল নারিকেল গাছের ডাটা দিয়ে মাসুদকে মারধর শুরু করেন। এতে মাসুদ মাথায় আঘাত পেয়ে নিহত হন।
আজ শনিবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রথমে ফুটপাতে ঘুমানোকে কেন্দ্র করে তাঁরা মারামারি করেন। সকালে একই বিষয়কে কেন্দ্র করে মারামারির শুরুর একপর্যায়ে মাসুদ মারা যান।’
কেন এ হত্যা, তা রাসেল স্বীকার করেছেন জানিয়ে খন্দকার সেলিম শাহরিয়ার বলেন, ‘তাঁদের মধ্যে নিজের এলাকার আধিপত্যের একটা ব্যাপার আছে। আর, সেজন্যই এ হত্যা। প্রথমে মাসুদকে অন্য এলাকায় ঘুমাতে বললেও তিনি যাননি। এরপরই শুরু হয় গন্ডগোলের।’
খন্দকার সেলিম শাহরিয়ার আরও বলেন, ‘মাসুদ ও রাসেল দুজনই প্যাথেড্রিন (মাদক) গ্রহণ করেন। গতকাল রাতেও দুজনই এ মাদক নিয়েছেন। মাসুদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আঙুলের ছাপ নেওয়া হয়েছে। তার পরিবারের খোঁজ করা হচ্ছে। আর, রাসেলের বিরুদ্ধে আমিই বাদি হয়ে একটি মামলা করব।’