রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে ‘বমি পার্টি’
রাজধানীতে ছিনতাইকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে ছিনতাইকারীরা বেছে নিয়েছে নানা কৌশল। ইদানিং বেড়েছে ‘বমি পার্টি’র। ছিনতাইকারীরা পথচারীদের ওপর বমি করে ছিনিয়ে নিচ্ছে টাকা ও মূল্যবান জিনিস।
গত সোমবার (২০ মার্চ) রাজধানীর আসাদগেটের সামনে এমন এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গতকাল সোমবার শেরে বাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। মামলার পরে মো. রয়েল (৩৫) নামের এক আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আসামিকে কারাগারে পাঠান। একইসঙ্গে আগামী ২৩ মার্চ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
যেভাবে চলে ছিনতাই
ভুক্তভোগী আরিফ মাতুব্বর (২৫) এনটিভি অনলাইনকে জানান, সোমবার গাবতলী থেকে সায়দাবাদ আসার সময় তিনি আসাদগেটে গাড়ি পরিবর্তনের জন্য নামেন দুপুর আড়াইটায়। সেসময় আসামি মো. রয়েল তার পকেট থেকে ৩০ হাজার টাকা জোড় করে কেড়ে নেন। এ সময় তিনি চিৎকার করলে আরও লোকজন জড়ো হয়। যারা ছিলেন ছিনতাইকারী সদস্য। তিনি রয়েলকে জোড়ে ধরলে রয়েল হাতে থাকা বোতলে কিছু পান করে সঙ্গে সঙ্গে আরিফের গায়ে বমি করে দেন। এসময় তিনি হাত ছেড়ে দিলে বাকি আসামিরা রয়েলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি ফের হাত ধরে রাখেন। এরপর পাশের পুলিশ বক্স থেকে এসে পুলিশ সদস্য রয়েলকে গ্রেপ্তার করেন।