রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মেশিন উদ্ধার, আটক ৪
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া প্রায় অর্ধকোটি টাকার কয়লা গ্রেডিং মেশিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— রামপালের বর্ণী গ্রামের বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালি গ্রামের রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫), খাজুরা গ্রামের মো. আবুল কারিম (২৭)।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধে শ্যাম সরকার।
রাধে শ্যাম জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা হতে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থেকে চুরি হওয়া মেশিনটি উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মেশিনটি চুরি হয়েছিল।