মানিকগঞ্জে হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরি, গ্রেপ্তার ৫
মানিকগঞ্জে হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসে চুরির ঘটনাটি ঘটে। গ্রেপ্তারেরা হাসপাতাল তত্ত্বাবধায়কের পূর্বপরিচিত বলে জানা গেছে।
পুলিশ বলছে, সোমবার সকালে নয়জন ব্যক্তি তত্ত্বাবধায়কের অফিসে প্রবেশ করে। পরে সিসিটিভিতে ধরা পড়ে ব্যাগ চুরির ঘটনা।
ব্যাগটির ভেতরে প্রায় ৪০ হাজার টাকা, অফিস ও বাসার চাবি এবং নানান প্রয়োজনীয় নথি ছিল।
গ্রেপ্তার পাঁচজনই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন। তারা হলেন—খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন ও সাইফুল ইসলাম।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ