বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনাসদস্য আরিফ হাসান (২৭)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে ধোপা হাছিব খান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে পাশে থাকা সেনাসদস্য আরিফ হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি আরও বলেন, এ সময় অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

রবিউল ইসলাম, বাগেরহাট