র্যাব মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রী
র্যাব মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর জঙ্গিবাদকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকায় এ দেশ জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। মানুষ খুন, আওয়ামী লীগ নেতাদের হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে দেখেছি।’
মাদক, অগ্নিসন্ত্রাস, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, ভেজালবিরোধী অভিযানসহ প্রতিটি ক্ষেত্রে র্যাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ডাকাতি, লুটপাট বন্ধ করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে র্যাব সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘পাহাড়েও জঙ্গিদের বিরুদ্ধে র্যাব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে। কোভিড মহামারির সময়ে লকডাউনে কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছিল। এক্ষেত্রে র্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। র্যাব মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।’