র্যাব ১৪-এর অধিনায়ক মহিবুল ইসলাম খানের দায়িত্ব গ্রহণ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণ করছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার তিনি পূর্ববর্তী অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ রোকনুজ্জামানের স্থলাভিষিক্ত হন।
বিপিএম পদকপ্রাপ্ত মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর আগে পাবনা ও কুড়িগ্রামের পুলিশ সুপার, ডিএমপির ডিসি কাউন্টার টেররিজম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ময়মনসিংহে র্যাব ১৪-এর কার্যালয়ে অধিনায়ক মহিবুল ইসলাম খানের দায়িত্ব গ্রহণ করে একটি গাছের চারা রোপণ করেন। ছবি : সংগৃহীত
নতুন এ পদে যোগদানের পর মোহাম্মদ মহিবুল ইসলাম খান ময়মনসিংহ বিভাগের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট সংবাদ: র্যাব
২৫ মার্চ ২০২৩
১৮ মার্চ ২০২৩