লক্ষ্মীপুরে তহসিলদার মোশাররফ হত্যায় দুজনের যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রামগতিতে জমি নিয়ে বিরোধের জেরে তহসিলদার মোশাররফ হোসেন হত্যা মামলায় মো. ইদ্রিস কালা ও চৌধুরী বরকত নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইদ্রিস রামগতির চর সেকান্তর গ্রামের আবদুল গোফরানের ছেলে ও বরকত একই গ্রামের এবাদউল্যার ছেলে।
এদিকে, রায় শুনে আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন। আসামিদের কোর্টহাজতে নেওয়ার সময় তাদের জড়িয়ে ধরে স্বজনদের কান্না করতেও দেখা যায়।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায় দেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ মামলায় অভিযোগ প্রামাণিত না হওয়ায় আরও সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।’
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে চর সেকান্তর গ্রামের বাসিন্দা মরহুম দারাবক্স মাঝির দুই ছেলে আবদুল গোফরান ও মোশাররফ হোসেন তহসিলদারের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ১৯৯৮ সালের ১৭ জুলাই সকালে আবদুল গোফরান ও তার ছেলে ইদ্রিসসহ কয়েকজন মিলে মোশাররফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে জেলা শহরের আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। একইদিনে এ ঘটনায় মোশাররফ তহসিলদারের ছেলে আবুল হাসান চৌধুরী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আল মাহমুদ। এতে মামলার ১ নম্বর আসামি মো. ইদ্রিস ওরফে কালাকে প্রধান অভিযুক্ত ৯ জনের নামে অভিযোগপত্র দেন তিনি। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।