লোহাগাড়ায় ছয় হাজার ইয়াবাসহ আটক ১

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত মাদক কারবারি ওবায়দুর রহমান। ছবি : এনটিভি
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইয়াবাগুলো জব্দ ও ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম ওবায়দুর রহমান (২৬)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা রোয়াজিরপাড়া এলাকার ফকির আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও মাদক কারবারীকে আটক করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।