শার্শায় ৭৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/15/bijibi-sbrnner-baar.jpg)
ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে প্রায় ৭৩ লাখ টাকার আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলোট ও অগ্রভুলোট বিওপির মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড়ে গোপনীয়তার সঙ্গে বিজিবি সদস্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পর বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তিকে থামতে বলেন। ওই ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করে। ওই সময় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। এরপর সময় সঙ্গে থাকা স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে প্যাকেটে থাকা ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও মোটর সাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘গত বছর থেকে এ পর্যন্ত খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন চোরকারবারিকে আটক এবং ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।’