শিশুদের মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই : আসাদুজ্জামান নূর
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, শিশুদের মানসিক বিকাশ ঘটাতে বিনোদনের বিকল্প নেই। শুধু পড়াশোনা নয়, তাদের সুস্থ বিনোদনেরও ব্যবস্থা করতে হবে।
আজ বুধবার বিকেলে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘শেখ রাসেল শিশু মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মাদকাসক্তি রোধে অভিভাবকদের সচেতন হতে হবে। শুধু মাদক নয়, মাদকের চেয়ে মোবাইল ফোন ও টেলিভিশন দেখা ছোট কোনো আসক্তি নয়। এর ফলে আমরা শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হই, তেমনই মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।