শ্রীমঙ্গলে স্বতন্ত্র প্রার্থীর বাসায় হামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/26/moulvibazar-hamla.jpg)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। এর মধ্যেই স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাসায় হামলা চালিয়ে চার জনকে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পৌরসভার বানুগাছ রোড এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র মহসিন মিয়ার বাসায় এ হামলা চালানো হয়।
মেয়র মহসিন মিয়া অভিযোগ করেন, নৌকার প্রার্থীর পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তাঁর বাসায় এ হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর ভাতিজা রাজ আহমদসহ চার জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা ও সিলেটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনার পর নৌকার মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হককে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’